জেলা প্রতিনিধি :নড়াইল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লোহাগড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারী) সন্ধ্যায় পৌর যুবদলের কার্যালয়ে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম মোল্যা, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো: আক্তার হোসেন মোল্যা, বিএনপি নেতা সৈয়দ আব্দুস সবুর, শামসুল হক আজাদ, মো. জিল্লু, শ্রমিক নেতা শেখ সাইদুল ইসলাম, মো. সাবু শেখ, যুবদল নেতা আশিকুর রহমান স্বপন, ছাত্রদল নেতা সাজ্জাদ শিকদার, শরিফুল ইসলাম লায়ন, আলামিন শিকদার, রাসেল শেখ, আনিসুর রহমানসহ প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।