মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি বাজার ফান্ড কর্তৃক পানছড়ি উপজেলার উল্টাছড়ি বাজার চালু করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় উল্টাছড়ি বাজার চৌধুরী রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম, উল্টাছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম।
এ সসয় উপজেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন, পানছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ এম এ বাসার, উল্টাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জ্ঞান প্রভাত তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফসার, সদস্য সচিব মোঃ সেলিম, বাদশা কুমার কারবারিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে অতিথিরা বলেন, উল্টাছড়ি বাজারটি চালু হলে স্থানীয় লোকজন সুবিধা পাবে। বাজারটি চালু করার জন্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবে।