মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে পানি উন্নয়ন বোর্ডের নদী ভাঙ্গন রোধ, গণ শুনানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ ফেব্রুয়ারি সোমবার নদী ভাঙ্গণ রোধে কুড়িগ্রাম জেলাধীন রৌমারী ও চর রাজিবপুরের ব্রক্ষপুত্র নদের বাম তীর ভাঙ্গন রক্ষার্থে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুর বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সার্কেল-১ উপজেলার ফুলুয়ার চর নৌঘাটে গনশুনানির আয়োজনে আলোচনা সভা করা হয় । সভায় উপস্তিত ছিলেন, রৌমারী উপজেলা প্রশাসণের উপজেলা নিবার্হী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার, কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী রাকিবুল হাসান, রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুনজু, ,উপজেলা জামাতের আমির হায়দার আলী সাবেক অধ্যক্ষ রৌমারী সরকারী ডিগ্রী কলেজ ,কুড়িগ্রাম জেলা ছাত্র সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ, নাসির উদ্দিণ অবঃ আর্মি, নুর আলম খান হিরোসহ আরও অনেকে । এসময় রৌমারী উপজেলার ভাঙ্গণ এলাকার বাসিন্দাদের দাবী নদী থেকে হরহামেশাই মাটি তুলে নিচ্ছেন একটি কুচক্রীমহল একারনে নদী ভাঙ্গণ তীব্র হয়ে তীরঘেষা বসতবাড়ী প্রতিনিয়ত বিলিন হচ্ছে। আলোচনা সভায় এসব অভিযোগের প্রেক্ষিতে রৌমারী উপজেলা নিবার্হী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার তার বক্তব্যে ভুক্তভোগীদের আশ্বস্থ্য করেন নদী থেকে কোনপ্রকার বালু উত্তোলন করতে পারবেনা। জনগনের উদ্যেশে তিনি আরও বলেন যখনী দেখবেন অবৈধাভাবে নদী কিংবা ফসলী জমি থেকে মাটি কাটা হচ্ছে সাথে সাথে বাধাপ্রদান করবেন। আপনাদের বাধা না মানলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আইনগত ব্যবস্থা নিতে পিছপা হবো না। অপরদিকে রৌমারী থানা ইনচার্জ লুৎফুর রহমান তিনিও একইভাবে জনসার্থে আইন প্রয়োগের আশ্বাস দেন। এবিষয় বাংলাশে পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সার্কেল -১ আহসান হাবিব তিনি বক্তব্যে বলেন রৌমারী ও চর রাজিবপুর উপজেলার চিলমারী পয়েন্টের ব্রক্ষপুুত্র পূর্ব পার ভাঙ্গণ রোধে (২৬ কিলোমিটার) নদীর কাজের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রলকল্প বাস্থাবয়ন হলে জনগনকে সাথে নিয়েই নদী ভাঙ্গণ রোধ বাস্থ্যবায়ন করা হবে বলে জানান । তিনি আরও জানায় বিগত দিনের প্রকল্পের কাজ গুলো পর্যায়ক্রমে হচ্ছে এবং প্রকল্পের কাজ চলমান রয়েছে।