মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন মডেল থানার সেকেন্ড অফিসার সেকান্দর আলী,চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. তৌফিকুল ইসলাম খালেক, সিধুলী ইউনিয়নের প্রশাসক কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, আদারভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদা খানম লিজাসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, চেয়ারম্যানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                