সুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলার প্রাণকেন্দ্র আবস্থিত দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ২০২৫/২০২৬ সনের জন্য গর্ভনিং কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।প্রধান নির্বাচন কমিশনার অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল হাই এর নেতৃত্বে সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বৈরবগঞ্জ ফাজিল মাদ্রাসার উপাধক্ষ্য মাওঃ ইব্রাহিম। নির্বাচন পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষক ফুয়াদ মুজাহিদ।১৯ জন ভোটারের মধ্যে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করে ৩ জন নির্বাচিত হয়।নির্বাচিতদের মধ্যে আলিম- ফাজিল স্তরে ইংলিশ সহকারী অধ্যাপক মিজানুর রহমান সর্বোচ্ছ ১৫ ভোট ও বাংলা সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন ১০ ভোট এবং দাখিল -ইবতেদায়ী স্তরে সহকারী সিনিয়র শিক্ষক আনোয়ার মাতব্বর ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়।নির্বাচিত প্রতিনিধিগন আগামি ২০২৫/২০২৬ সনে গর্ভনিং কমিটিতে শিক্ষকদের প্রতিনিধি হিসাবে কাজ করবেন।