ঢাকাWednesday , 5 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে সোয়াবের ইফতার মাহফিল।

দেশ চ্যানেল
March 5, 2025 4:53 pm
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বেসরকারি সংস্থা সোয়াবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করা হয়েছে। বুধবার (০৫ মার্চ) বিকালে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকায় অবস্থিত জাবাল-ই রহমত আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।আন্তর্জাতিক দাতা সংস্থা মুসলিম এইডের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে নানা শ্রেনী পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। সোয়াবের কর্মকর্তা বোরহান উদ্দিনের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্ণাঢ্য ব্যবসায়ী আলহাজ্ব দবিবুর রহমান। তিনি তাঁর বক্তৃতায় ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, রোজা মানুষকে আল্লাহ ভীতি অর্জনের শিক্ষা দেয়। এই মাসেই কুরআন নাজিল হয়েছে। তাই এই মাসের মর্যাদা অন্যান্য মাসের চেয়ে বেশি। তাই কুরআনের শিক্ষায় সবাইকে জীবন গড়তে হবে। তাহলেই কেবল দুনিয়া ও আখিরাতের মুক্তি মিলবে। সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও ঘুষ দুর্নীতি রুখতে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রভাষক আল ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোয়াবের শেরপুর-ধুনটের প্রতিনিধি কাওসার আলী। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দড়িহাসড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা নাজুমল হক, বিশিষ্ট সমাজসেবক প্রভাষক আব্দুল্লাহ মোসস্তাফিধ নাসিম, ইফতেখার আলম, শাহীন আলম, ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ, জহির রায়হান তুফানি প্রমুখ।শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শেরপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব মাওলানা এজাজ আহম্মেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST