লোহাগড়া প্রতিনিধি নড়াইল।
২০১০ সালের ১৮এপ্রিল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার খুলনা বিভাগীয় জনসভায় যোগদানের সময় সড়ক দূর্ঘটনায় নিহতদের স্মরণে স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, শুক্রবার বিকালে কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইজাজুল হাসান বাবু, মোঃ টিপু সুলতান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, লোহাগড়া পৌর বিএনপি সভাপতি মোঃ মিলু শরীফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাহিদুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সিকদার, সাইফুল্লাহ মামুন, মোঃ নায়েব আলী, মোঃ মিরাজ ফকির, লোহাগড়া উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ। আলোচনাসভা শেষে নিহত ১০ জনের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। উপজেলা, পৌর ও কাশিপুর ইউনিয়ন বিএনপি স্মরণসভার আয়োজন করে।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                