মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন মডেল থানার প্রতিনিধি হাসিব, গুনারীতলা ইউনিয়নের প্রশাসক নূর ইসলাম, কড়ইচড়া ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ইউসুফ আলী, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধি খাদেমুল ইসলাম প্রমূখ। এ সময় এসিল্যান্ড সায়েদা খানম লিজা, কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার রিজভী আহম্মেদ, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক সহ কর্মকর্তাবৃন্দ,বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ। এরপর ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তূতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।