স্টাফ রিপোর্টার বগুড়া
প্রতি বছর এর মতো এবছরও আয়োজন করা হয়েছে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচী। বগুড়া অনলাইন রক্ত দান সংগঠন এর কর্নধার সোহেল রানা বলেন, ২০১৬ সালে অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য এক ব্যাগ রক্তের প্রয়োজন পড়ে। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ পর একজন রক্ত দেন। ওই দিনই বগুড়া অনলাইন রক্তদান সংগঠন নামে ফেসবুকে একটি পেজ খোলেন। অল্প দিনে সংগঠনটির পরিধি বেড়ে যায়। সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত ২৮ হাজারের বেশি মানুষকে রক্তদান করা হয়েছে। রক্তদানের পাশাপাশি তাঁরা প্রতি শুক্রবার শহরের ১৫০ জন ছিন্নমূল মানুষকে দুপুরের খাবার খাওয়ানো শুরু করেন। এ উদ্যোগের নাম দেওয়া হয় ‘বগুড়া অনলাইন ফুড ব্যাংকিং’। রোজা শুরুর পর তাঁরা ইফতার সামগ্রী বিতরণ শুরু করেন। ফেসবুকে উদ্যোগের কথা জানানোর পর অনেকে তাঁদের সহযোগিতায় এগিয়ে আসেন। তাঁরা একটি প্যাকেটে ১৫০ টাকার ইফতার সামগ্রী দিচ্ছেন। ইফতারির মধ্যে আছে খিচুড়ি, শসা, ডিম, খেজুর ও বোতলজাত পানি। ঈদের পর তাঁদের দুপুরের খাবার বিতরণ আবার শুরু করা হবে।
রমজান মাসের প্রতিদিন বগুড়ার নবাব বাড়ি রোডে অবস্থিত রানা প্লাজার সামনে বিকেল সাড়ে পাচটা থেকে ইফতার বিতরন শুরু করেন।
বগুড়া অনলাইন রক্তদান সংগঠনের যাত্রা শুরু ২০১৬ সালে। বগুড়া সদরের চাঁনপুর গ্রামের তরুণ সোহেল রানার (৩৩) হাতে সংগঠনটির জন্ম। সংগঠনের আরেক সদস্য মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ জানান, গত ২০১১ সালের ২৪ সেপ্টেম্বর তার মা সন্তান প্রসব করতে গিয়ে রক্ত স্বল্পতার কারনে মৃত্যুর পর তিনি স্বেচ্ছায় রক্তদান শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর সাথে যুক্ত থেকে বর্তমান বগুড়া অনলাইন রক্ত দান সংগঠন এর কার্যক্রম দেখে এখন এদের সাথে যুক্ত হয়েছেন।