ঢাকাThursday , 24 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে রাস্তা নিয়ে বিরোধ, ভুক্তভোগী নারীকে হত্যার চেষ্টা।

দেশ চ্যানেল
April 24, 2025 3:10 pm
Link Copied!

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইল সদর উপজেলায় বড় বাসালিয়ায় রাস্তা নিয়ে বিরোধ ও শত্রুতায় তৃতীয়পক্ষ ভুমিদস্যু ও দ্ইু লক্ষ টাকা চাঁদা দাবী এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই ফরিদা ইয়াসমিনকে হত্যার হুমকিসহ মারধরের অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে টাঙ্গাইল সদরের ১নং মগড়া ইউনিয়নের বড় বাসালিয়া ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত ফরিদা ইয়াসমিন (৫৯) সদর উপজেলার বড় বাসালিয়া এলাকার (অবঃ) সেনা কর্মকর্তা শামছুল হকের স্ত্রী। তিনি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাপাতালে বর্তি রয়েছে।

মামলার সুত্রে জানাযায়, রাস্তাকে কেন্দ্র করিয়া বিবাদ তৈরী হলে ভুমিদস্যু (টাংগাইলে কর্মরত পিআইও পুলিশ সদস্য )সরোয়ার হোসেন (৪২) ও ওয়াজেদ আলী (৫২) প্রথমে ভুক্তভোগী শামসুল হকের ছেলে ফেরদৌস রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং এক পর্যায়ে ফেরদৌস রহমানের মাতা ফরিদা ইয়াসমীনকে কাঠের দন্ড, রড এবং দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে এবং তার গলা চিপে তার মৃত্যুর চেষ্টা করে। এসময় স্বর্ণের চেইন নিয়ে যায়। বর্তমানে ফরিদা ইয়াসমীন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। ফরিদা ইয়াসমীনের ছেলে ফেরদৌস রহমান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে ফেরদৌস রহমান বলেন, বড় বাসালিয়ার একই গ্রামের বাসিন্দা মো. সরোয়ার হোসেন ও ওয়াজেদ আলী দুই ভাই। আমাদের শয়-শরিকদের রাস্তা নিয়ে নিয়ে বিরোধ ও শত্রুতা চালিয়া আসিতেছে। এই শত্রুতার জের ধরে তারা আমার পরিবারের নিকট দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে হুমকি প্রদর্শন করিয়া আসিতেছে।

ঘটনার দিন আমাদের রাস্তা বন্ধ করে দেয়ায় বিকেল ৩টায় ৯৯৯ ফোন দিয়ে আইনী সহায়তা চাইলে উক্ত তারিখেই বিবাদীগন খিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, কাঠের লাঠিসহ ঘটনাস্থল আমাদের বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া আমার মা ফরিদা ইয়াসমীন এবং আমার বাবা কে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমার মা বিবাদীগণকে গালিগালাজের জবাব দিতেই বিবাদীদ্বয় সরোয়ার ও ওয়াজেদ আলী আমার মাকে এলোপাথারি ভাবে মারতে থাকে।

এবং এক পর্যায়ে আমার মা গলা চেপে স্বর্ণের চেইনটি ছিনিয়ে নিয়ে যায়। যার দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আনুমানিক। মায়ের গায়ে বিভিন্ন জায়গায় আঘাত করে। এসময় কান্না কাটি শুনে আশে পাশের প্রতিবেশিরা এগিয়ে আসে। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর আমার মা মাটিতে লুটিয়ে পড়ে। পরে আমার মাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করাই। এখনও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিবাদীদ্বয় এই ঘটনার পরও হুমকি দিয়ে আসছে। বড় ধরনের ক্ষতি করবে বলে জানান দিচ্ছে। আমরা আইনের সহযোগিতা চাই। এর সঠিক বিচার চাই এবং দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST