খাগড়াছড়ি প্রতিনিধিঃ
পানছড়ি উপজেলার মোহাম্মদপুর আদর্শ যুব সংঘের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৭ এপ্রিল (সোমবার ) বিকাল ছয়টার দিকে মোহাম্মদপুর আদর্শ যুব সংঘের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শ্রেণীর গাইড বই, কলম, পেন্সিল, খাতা সহ বিভিন্ন রকম উপকরণ, উপহার হিসেবে প্রদান করা হয়।
শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ রিফাত হোসেন পিএসসি সাবজোন কমান্ডার পানছড়ি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন অফিসার ইনচার্জ পানছড়ি, মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুল প্রধান শিক্ষক উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়, মনিরুল ইসলাম মাহিম, সভাপতি, পানছড়ি প্রেসক্লাব, মোঃ নজরুল ইসলাম, সচিব, ৩ নং পানছড়ি ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করেন, মোহাম্মদপুর আদর্শ যুব সংঘের আহবায়ক মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মেজর মোঃ রিফাত হোসেন পিএসসি বলেন, প্রত্যেকটি এলাকায় যদি এমন করে সামাজিক সংগঠন গড়ে উঠত তাহলে পিছিয়ে পড়া মানুষগুলো স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারতো। এবং সকল শিক্ষার্থীদের কে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।