মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি , ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ডাসার উপজেলা ও ডিকে আইডিয়াল কলেজ ছাত্রদলের উদ্যোগে কালো ব্যাজ ধারণ, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম আলাউদ্দিন, সদস্য সচিব মাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক মুন্সি বনি আমিন, মেহেদী হাসান, সদস্য মামুন মোল্লা, ডি কে আইডিয়া সৈয়দ আলী একাডেমি স্কুল এন্ড কলেজ ছাত্রদল মাহফুজ কায়েস, মোঃ রাকিব হাসান,কায়েম মুন্সি, কাজী বাকাই ইউনিয়ন ছাত্রদল হিমন পালোয়ান, সৌরভ হাওলাদার ও ডাসার ইউনিয়ন ছাত্রদলনেতা সাজ্জাদ খলিফা, রাসেল মাতুব্বর, রাব্বি তালুকদার প্রমুখ।