ঢাকাWednesday , 23 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • স্বপ্ন টাকে বাস্তবায়িত করতে মানবিক কাজে এগিয়ে যাচ্ছে দুর্জয় ভৌমিক

    দেশ চ্যানেল
    August 23, 2023 3:51 pm
    Link Copied!

    রাশেদুল ইসলাম
    নোয়াখালী জেলা প্রতিনিধি

    ৩ ভাই এর মধ্যে দুর্জয় ভৌমিক মেজো। মা বাবার খুবই ভরসা করা ছেলে। তারা ভাবতেন একসময় তাদের মুখে হাসি ফুটাবে সে। সব সময় তাকে অনুপ্রেরণা জোগাতেন তারা। সে নোয়াখালীর মাইজদীর গুপ্তাংক ৫নং ওয়ার্ডে ২০০২ সালে জন্ম গ্রহন করেন দুর্জয় ভৌমিক বর্তমানে তিনি টেক্সটাইল ইন -ডিপ্লোমা শেষ করেছে সে মানবিক কাজে যাএা শুরু করে ২০২০ সাল থেকে। সময় টা ছিল করোনা কালীন৷ কোভিড ১৯ এ যখন বাসা থেকে সকলের বের হওয়া বন্ধ , অবসর সময় যাচ্ছিলো ঠিক তখন, অনলাইন প্লাটফর্মে দেখতে পাই রক্তের প্রয়োজন কিছু সংখ্যাক মানুষের৷ মনে হলো একটা যাএা শুরু করা যাক, তখনই একটা অনলাইন গ্রুপ ৭ জন সহযোদ্ধা মিলে একটা সংগঠন দাড় করাই নাম দেয় ❝বন্ধু মহল ব্লাড ডোনার, নোয়াখালী❞ সেই ৭ই এপ্রিল ২০২০ সাল থেকে চলমান রেখেছে মানব সেবায়। সকলের মিলে প্রতিষ্ঠিত সংগঠন আজ শুধু অনলাইন না, মাঠ পর্যায়ে সফল করেছে ৫০ এর ও অধিক কার্যক্রম৷

    ছুটে চলেছে এখনো মানবিক সেবায়, যখনই কোন জায়গা থেকে রক্ত কিংবা সাহায্যের রিকুয়েষ্ট আসে তখনই চেষ্টা চলমান রাখে কিভাবে তার দুঃখের সামিল হতে পারে।
    তিনি প্রতিবেদক কে বলেন- মানুষ টা ছোট খাটো হলে ও বুদ্ধি বিবেচনা করে কাজ করার চেষ্টা করি , উচ্চতা, চেহারা রং এগুলো নিয়ে চিন্তিত হয় নাই। সন্মান করে চলি সকল সহযোদ্ধা সহ সকল সেচ্ছাসেবী এবং সিনিয়রদের।

    তিনি আরো বলেন- বয়স কম হলে ও তারপর অনেকের মানবিক কাজের অনুপ্রেরণা হয়েছি৷ সফলতা কি জানি না, তবে এটা মানি সফলতার কোন দাড়ি হয় না, শুধু কমা মাএ। বর্তমানে কাজ করে যাচ্ছি থ্যালাসেমিয়া রোগী নিয়ে, চাই এ প্রিয় জেলা নোয়াখালীর সকল থ্যালাসেমিয়া রোগীদের জন্য কিছু করবো, করবো তাদের পরিবারের জন্য, হবো তাদের এ জীবন যুদ্ধের সঙ্গী।

    শুরু টা আসলে মনে রাখার ছিল, পাই নি কারো সাহায্য, করেছি অনেক ধৈর্য্য, হয়েছি নানা অপমান, কিন্তু থেমে থাকি নি কখনো। চাওয়া একটাই সকলে মিলে এমন কিছু করার যেন, শুধু নোয়াখালী না দেশের সকল জেলায় প্রতিটি ঘরে একজন করে রক্তদাতা তৈরি হোক৷

    অনেকে প্রশ্ন করতো আমাকে আমি রক্তদান করেছি কত বার? বিনোদন প্রশ্ন ছিল – ব্লাড গ্রুপের সভপতিকে রক্ত না দিতে দেখেছি।

    সে দিন আসলে জবাব দেয়ার মতো কিছু ছিল না, আসলে প্রতিটি মানুষ রক্তদান দান করার যোগ্যতা রাখে না। আমার থ্যালাসেমিয়া ট্রেড। এটা আমার একটা ফ্যামেলিগত, এটা তো সবাই কে বলে বুজানো সম্ভব না। আমি নিজে ও আফসোস করি কেন রক্ত দিতে পারবো না। আমি রক্ত ১ ব্যাগ হয়তো নিজের টা দিতে পারি নি, কিন্তু ম্যানেজ করে দিয়েছি ৪০০ এর অধিক।

    সব সময় সকল কে সন্মান, শ্রদ্ধা দিয়ে চলেছি, আগামীতে ও চলবো এবং দেশ ও জাতির জন্য কাজ করবো, নিজের উদ্যোগ এ নিজের আত্নবিশ্বাসে।
    আর বন্ধু মহল ব্লাড ডোনার, নোয়াখালী সকল সদস্য, সহযোদ্ধাদের সাপোর্ট ই লাইফের সব থেকে বড় সাপোর্ট । তারা পাশে থাকলে সকল কিছু জয় করা সম্ভব আমি একান্ত মনে করি, প্রতিটি ভাই, বোন যেন এক এক জন অনুপ্রেরণা। তারা৷ শুধু ভালো সময় না, খারাপ টায় ও সবার আগে ছিল পাশে৷

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST