ঢাকাWednesday , 13 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বিজিবি নয়, সীমান্ত থেকে ৮কিমি দূরে বাজারের নিরাপত্তা প্রহরী ও গ্রাম পুলিশে আটক পুশইন হওয়া ২৩ জন।

দেশ চ্যানেল
August 13, 2025 10:29 am
Link Copied!

মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।

হাড়িভাসা সীমান্ত দিয়ে নারী-পুরুষ-শিশুসহ ২৩ বাংলাদেশি পুশইন; তিন মাসে ১১ দফায় ১৬৬ জন ফেরত পাঠালো বিএসএফ।

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ২৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার গভীর রাতে মেইন পিলার ৭৫৭-এর ২ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।

পুশইন হওয়া ২৩ জনের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও ১ শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইসহ বিভিন্ন শহরে বাসা-বাড়ি ও শ্রমিকের কাজ করছিলেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে হাড়িভাসা বাজারে ১৮ জন অপরিচিত মানুষ ঘোরাঘুরি করছিলেন। বাজারের নিরাপত্তা প্রহরী ও গ্রাম পুলিশ সদস্যরা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। এছাড়া ইউনিয়নের জোতবাহাদিপাড়া এলাকা থেকে আরও ৫ জনকে ইউপি সদস্যের মাধ্যমে আটক করা হয়।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম বলেন, “ভোরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল কয়েকজন। বাজারের নিরাপত্তা প্রহরী ও গ্রাম পুলিশ তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও বিজিবিকে খবর দেই।”

খবর পেয়ে বিজিবি এসে তাদের স্থানীয় ঘাগড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্পে নিয়ে যায়। এরপর জিডিমূলে সদর থানায় হস্তান্তর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান বলেন, “আটক ২৩ জনের পরিচয় যাচাই চলছে। বাংলাদেশি পরিচয় নিশ্চিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখযোগ্য বিষয় হলো, এবারও পুশইন হওয়া ব্যক্তিদের প্রথমে আটক করেছে স্থানীয় নিরাপত্তা প্রহরী ও গ্রাম পুলিশ—বিজিবি কেবল পরে এসে তাদের জিম্মায় নেয়।

এর আগে গত তিন মাসে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৬৬ জনকে ১১ দফায় পুশইন করেছে বিএসএফ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST