ঢাকাWednesday , 13 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা।

দেশ চ্যানেল
August 13, 2025 11:28 am
Link Copied!

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দামুড়হুদা থানা সড়ক এবং কার্পাসডাঙ্গা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে মুদি দোকান ও বীজ ভান্ডার তদারকি করা হয়। এ সময় অননুমোদিত শিশু খাদ্য, বীজের প্যাকেটের গায়ে মেয়াদের মূল্য উল্লেখ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ বীজ সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে মেসার্স মোমিন স্টোরের স্বত্বাধিকারী মো. মোমিনুল ইসলামকে ৫ হাজার টাকা, মেসার্স ইসলাম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমানকে ২০ হাজার টাকা এবং মেসার্স আসিফ বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মো. আতিকুল ইসলামকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় ।

এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জ়েলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, ও জেলা পুলিশের একটি টিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST