ঢাকাFriday , 22 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোংলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা।

দেশ চ্যানেল
August 22, 2025 11:56 am
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাটের মোংলায় ২২ আগস্ট শুক্রবার সকালে দক্ষিণ কাইনমারি গীর্জার পুকুরে মৎস্যজীবী ও মৎস্য চাষীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এ সাতার প্রতিযোগিতার আয়োজন করে।

শুক্রবার সকাল ১১টায় সাতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি এবং প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মৎস্যজীবী বিএনপি নেতা মোঃ শাহ আলম শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ, বিএনপি নেতা আব্দুল হাকিম বাচ্চু, বাদশা শেখ, লিফটন সরদার, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার, কমলা সরকার, নদীকর্মী মেহেদী হাসান প্রমূখ। সাতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন নদীর স্বাস্থ্য ভালো রাখতে হলে নদীকে দূষণমুক্ত করতে হবে। নদীর পানিকে সাঁতার, মাছের বসবাস ও পান করার উপযোগী রাখতে হবে। সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাঁতার প্রতিযোগিতায় ১ম হয় সমর সরদার, ২য় নূরনবী ব্যাপারী ও ৩য় স্থান অর্জন করেন পিটার নাথ। উল্লেখ্য সাতার প্রতিযোগিতায় ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী জেলেরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST