লোহাগড়া প্রতিনিধি নড়াইল :
নড়াইলে লোহাগড়া উপজেলার প্রানকেন্দ্র লক্ষীপাশা চৌরাস্তা সংলগ্ন উপজেলা গেটের সামনের এলাকায় একটি আম গাছের ডালপালা কেটে চড়ুই পাখির আবাসস্থল নষ্ট করার অভিযোগে একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং ডালপালা কাটা গাছে নতুন পাতা গজানো সাপেক্ষে ১০টি ছিদ্রযুক্ত হাড়ি বেঁধে দিতে হবে- মর্মে রায় দিয়েছে ভ্রাম্যমান আদালত।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু রিয়াদ এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত বুধবার দুপুরে উক্ত রায় দেন। এ সময় অভিযোগকারী লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী এবং অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্না উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , গত রবিবার (৩১ আগষ্ট) ভোরে অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্না কালনা-নড়াইল-যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার সংলগ্ন উপজেলা গেটের সামনে সরকারি জমির ওপর একটি আমগাছের সব ডালপালা কেটে দেন। ওই কর্তনকৃত আমগাছে প্রতিদিন সন্ধ্যায় হাজারো চড়ুই পাখি বাস করতো। সন্ধ্যায় পাখিরা স্বাভাবিক নিয়মে সেখানে ফিরে এলে ডালপালা বিহীন গাছ দেখে পাখিরা উড়তে থাকে। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
এদিকে ব্যবসায়ী কর্তৃক পাখির আবাসস্থল নষ্ট করায় লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পাখি প্রেমিক সোহেল রানা লাক্সমী বাদী হয়ে বুধবার সকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩ আগষ্ট) দুপুরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো: আবু রিয়াদ এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত পাখির আবাসস্থল নষ্টের অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্নাকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ডালপালা কাটা গাছে নতুন পাতা গজানো সাপেক্ষে ১০টি ছিদ্রযুক্ত হাড়ি বেঁধে দিতে হবে- মর্মে রায় দেন। এ সময় লোহাগড়া থানা পুলিশ, অভিযোগকারী যুবদল নেতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।