মোঃ শরিফুল ইসলাম পুঠিয়া উপজেলা প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় পেটে বাছুর থাকা গরুর মাংস বিক্রির সময় মাংস গুলো জব্দ করেছে জনগন।
বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বানেশ্বর বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে নামাজ গ্রাম এলাকার ফরমাল শেখ এর ছেলে কসাই রিয়াজুল ইসলাম মাংস বিক্রির উদ্দেশ্যে একটি গাভী গরু জবাই করে। কিছুক্ষণ পর দেখা যায়, তার গর্ভে একটি বাছুর ছিল। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রিয়াজুল তার সাথে থাকা রাজুকে দিয়ে গরু জবাইয়ের পাশেই একটি গর্ত করে সেখানে পুতে রাখে। পরে স্থানীয়রা টের পেয়ে কি পুতে রেখেছে রাজুকে জিজ্ঞাসা করলে প্রথমে শিকার না করলেও ভয়ভীতি দেখানোর পরে সে স্বীকার করে।
এরপর পুতে রাখা বাছুরটি গর্ত থেকে তুলে নিয়ে আসলে মুহূর্তেই বাজারজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে জড়ো হন উৎসুক জনতা।
এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। তাদের ভাষ্য মতে দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালিন সময়ে তিনি এমন গর্ভবতী গাভী জবাই করতেন। স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কসাই রিয়াজুল ইসলাম বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করে বলেন আমি আওয়ামী লীগ সমর্থন করতাম আর সেই কারণেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোথায় থেকে নিয়ে এসে আমাকে ফাঁসিয়ে দেয়। তিনি আরে বলেন ইউনিয়ন গ্রাম পুলিশ এবং ডাক্তার পরীক্ষা করে সিল মেরে দিয়েছিলেন।