মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে শিশুকে ধর্ষনের চেষ্টার ঘটনায় এক অটোচালককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি দক্ষিণ পাড়া শাহ কামাল নতুন বাজার এলাকায় হিদাগাড়ী এলাকার ফরহাদ হোসেন কাঞ্চন এর ৭ বছর বয়সী মেয়ে (মরিয়ম) ছদ্মনাম প্রাইভেট পড়তে আসার পথে এ ঘটনা ঘটে। আটককৃত অটোচালক ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাজলা এলাকার আনিছুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে হিদাগাড়ী এলাকা থেকে অটো নিয়ে আসার পথে শিশু টি কে রাস্তায় একা পেয়ে অটোচালক গাড়ী থামিয়ে শিশু টি কে কলার বাগানে নিয়ে যায়। লোকজন দেখতে পেয়ে ছেড়ে দিয়ে অটো নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে অটোচালক। ১ কিঃমিঃ রাস্তা ধাওয়া করে অটোসহ অটোচালক কে আটক করে স্থানীয়রা। পরে কোয়ালিকান্দি নতুন বাজারে নিয়ে অটোচালকের হাত বেঁধে রাখে স্থানীয় জনতা। মুহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায় অটোচালকের ছবি ও ভিডিও।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং জনতার হাতে আটক অটোচালক শফিকুল কে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষন চেষ্টার বিষয়ে অভিযোগ দায়ের করবে। অভিযুক্ত অটোচালক কে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।