জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ কো-অডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাসনাতের সভাপতিত্বে ও এমটিইপিআই প্রসান্ত কুমার ঘোষের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আকতার, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদয়ালয়ে প্রধান শিক্ষক মোঃ হায়াতুজ্জামান, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, কুন্দসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম, বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মোঃ হান্নান বিশ্বাস প্রমুখ।
এসময় উপস্থিত বক্তরা বলেন টাইফয়েড একটি প্রানঘাতি ব্যাধি। এই রোগ নির্মুলের লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতিসংঘের ইউনিসেফ ও হো এর যৌথ উদ্দেগে এই টিকা প্রদান কর্মসূচি হাতে নেওয়া হয়। এই কারনে প্রত্যেক শিশুর জন্ম নিবন্ধন দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। জনসচেতনতা লক্ষে প্রতি ইউনিয়নে মাইকিং করা হবে। কোন শিশু বাদ না পড়ে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। এখানে সরকারি তালিকা ভুক্ত ছাড়া যে সকল প্রতিষ্ঠান যেমন নুরানি, হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা ও বাদ দেওয়া হবে না। সে কারনে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নিবন্ধনের কাজ করার তাগিদ দেওয়ার কথা বলেন। এই টিকা ৯ মাস বয়স থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিন যাদের বয়স হয়েছে শুধুমাত্র তারা গ্রহন করতে পারবে।