বিশেষ প্রতিনিধি খুলনা
আজ (বুধবার) দুপুরে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে তাঁর অফিসকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সভাটি আয়োজন করে।
সভায় সভাপতি বলেন, শিশুশ্রম বন্ধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিশুর স্বাভাবিক ও মুক্তভাবে বেড়ে ওঠার জন্য সকলে মিলে কাজ করতে হবে। সরকার শিশুশ্রমকে নিরুৎসাহিত করেছে। শিশু শ্রমিক নিয়োগকারীদের আইনের আওতায় আনতে হবে। রাষ্ট্রের পাশাপাশি সমাজের সকলে মিলে কাজ করলে শিশুশ্রম নিরসন সম্ভব।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ এর সঞ্চালনায় সভায় বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক হাফেজ আহাম্মদ মজুমদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক ড. এস এম সাজ্জাদ হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মোঃ শাহিনুর রহমান, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহবুব আলম, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় শিশুশ্রম নিরসনের লক্ষ্যে নিয়মিত মতবিনিময় সভা আয়োজন, শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ, শিশুশ্রমের তথ্য উপাত্ত সংগ্রহ, প্রচার-প্রচারণা, শ্রমে নিয়োজিত শিশুদের ডাটাবেজ তৈরি, রাজনৈতিক কাজে শিশুদের ব্যবহার না করা, ১৮ বছরের নিচে শিশুদের দিয়ে ইজিবাইক না চালানো, যে সকল যানবাহনে ১৮ বছরের নিচে শিশুরা কাজ করে চিহ্নিতকরণ, শিশুশ্রমের সাথে জড়িত শিশুর পরিবারকে ভিজিডি কার্ডের মতো সুবিধা প্রদান, সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।