মোঃ হাফিজুর রহমান বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফলে রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ সেপ্টেম্বর উপজেলার হাসপাতাল রোডস্থ রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার এস এম সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজ পত্রিকা ও ৭১ টিভির জি.এম. মশিউর রহমান মিলন।
এতে অন্যান্য পদের মধ্যে মুজাহিদুল ইসলাম মনির সহ – সভাপতি ও যৌথভাবে তোফায়েল ইসলাম (মিশু সিকদার) ও রুবেল হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ সোহেল দপ্তর সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো: রেদোয়ান , ফয়সাল মোল্লা অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: ইকবাল হোসেন । সকাল ১০ টায় প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন শুরু হয়ে চলে টানা ২টা পর্যন্ত। পরবর্তীতে ফলাফল ঘোষণা করা হয়।
এ সময় সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যাক্ত করেন সভাপতি ও সাধারণ সম্পাদক।