মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে প্রসূতি’র মৃত্যুর ঘটনায় এক প্রাইভেট হাসপাতালে ওটি বন্ধ করলো সিভিল সার্জন।
মঙ্গলবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন রয়েল ফ্রেন্ডশীপ হাসপাতালে পরিদর্শনে আসেন জামালপুর জেলা সিভিল সার্জন ডাঃ আজিজুল হক। এ সময় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন সহ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে গত সোমবার উপজেলার কাতলামারী এলাকার বিপ্লবের স্ত্রী সাদিয়া (২৬) কে রয়েল ফ্রেন্ডশীপ হাসপাতালের কতব্যরত ডাঃ ফারিয়া রাতে সিজারিয়ান করানোর সময় ভুল চিকিৎসায় প্রসূতির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মারা যায় সাদিয়া।
এ ব্যাপারে নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই হাসপাতালের এক পরিচালক জানান ভর্তিকৃত প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করা হয় এবং সেখানে নেওয়ার পথেই ওই প্রসূতির মৃত্যু হয়।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানায় কোন অভিযোগ হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।
জামালপুর জেলা সিভিল সার্জন ডাঃ আজিজুল হক পরিদর্শন শেষে জানান তদন্ত করে দেখলাম সার্ভিসে যতেষ্ট পরিমান অসঙ্গতি আছে। কি কারণে মারা গেছে আরো অধিকতর তদন্তের প্রয়োজন আছে। এখানে যথেষ্ট পরিমানের নার্স ও চিকিৎসক নেই। তারা যে সার্ভিস টি দিয়েছে তাদের কাছে প্রশ্ন আছে। এরই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি অপারেশন থিয়েটার ওটি যে রয়েছে সেটি অনিদিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। কবে খোলা হবে না বন্ধ থাকবে সেটা আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেবো।