ঢাকাFriday , 26 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় উন্নয়নের প্রতিচ্ছবি এসিল্যান্ড ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র।

দেশ চ্যানেল
September 26, 2025 6:24 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

লোহাগড়ায়,খুলনা বিভাগের মধ্যে নড়াইল জেলায় উন্নয়ন মূলক কর্মকাণ্ডে এগিয়ে রয়েছে লোহাগড়া উপজেলা!

ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন এনে প্রশংসিত হয়েছেন, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র।

ভূমি ব্যবস্থাপনায় দালালমুক্ত সেবা নিশ্চিত, অবৈধ দখল উচ্ছেদ, ও অবৈধ বালু উত্তোলন বন্ধসহ নানা পদক্ষেপে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। পাশাপাশি উন্নয়নমূলক কাজে তাঁর গৃহীত পদক্ষেপে নতুন মাত্রা যোগ হয়েছে পৌরসভার কার্যক্রমে।

দৃশ্যমান উন্নয়নমূলক কাজ

গত এক বছরে লোহাগড়া পৌর এলাকায় একাধিক সড়ক নির্মাণ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও খেলার মাঠ সহ প্রায় ২২/২৩ টি উন্নয়ন মূলক কাজ ধারাবাহিক ভাবে চলমান রয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো, লোহাগড়া থানার সামনে চৌরাস্তা থেকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত ৩০০ মিটার রাস্তা নির্মাণ, লোহাগড়া বাজার ফলপট্টি থেকে বাজার ব্রিজ পর্যন্ত ২৫০ মিটার রাস্তা,লোহাগড়া সরকারি পাইলট স্কুল থেকে বাজার ফলপট্টি পর্যন্ত! ড্রেনসহ ১৫০ মিটার রাস্তা মোল্লার মাঠ থেকে আদর্শ স্কুল পর্যন্ত ৩০০ মিটার রাস্তা, এবং স্কুলের ভেতর ও চারপাশে ওয়াকওয়ে নির্মাণ,পাইলট স্কুলের ভেতরে চলাচলের রাস্তা নির্মাণ,মহিলা কলেজ থেকে মেইন রোড পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন,জয়পুর স্কুল পর্যন্ত ২৫০ মিটার রাস্তা নির্মাণ,পাইলট মডেল স্কুলে অভিভাবকদের জন্য বসার সিট নির্মাণ,উপজেলা ভূমি অফিসের সামনে পাকা গ্রাউন্ড স্থাপন, ভুমি সেবা গ্রাহকদে বসার স্থান নির্মাণ, লোহাগড়া ঈদগাহ সংস্কার ও লক্ষ্মীপাশা কবরস্থানে উন্নয়ন কাজ,জয়পুর শ্মসান ঘাটের উন্নয়ন, মারকাজুল আদর্শ রাস্তায় ২৫০ মিটার রাস্তা নির্মাণ,লক্ষ্মীপাশা কালী মন্দিরের সামনে রাস্তা পাকাকরণ,লোহাগড়া বাজারে গরুর হাট স্থাপন ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম।

এছাড়া পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। নাগরিক সেবা সহজ করতে পৌরসভার সনদ প্রদান কার্যক্রমও হয়েছে আরও গতিশীল।

ভূমি সেবায় নজির, উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি এসিল্যান্ড মিঠুন মৈত্র ভূমি অফিসকে করেছেন দালালমুক্ত। গত এক বছরে প্রায় ১৫ হাজার নামজারি সম্পন্ন হয়েছে দ্রুত সময়ে। এর ফলে ভূমি সেবায় সাধারণ মানুষ পাচ্ছেন স্বস্তি।

জনসাধারণের প্রত্যাশা লোহাগড়া পৌরবাসীদের প্রত্যাশা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্রের এই জনবান্ধব পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাঁর নেতৃত্বে লোহাগড়া হবে একটি সুশৃঙ্খল ও উন্নত প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে মডেল পৌরসভা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST