রাসেল কবির কাজিরহাট প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা কাজিরহাট থানা বিদ্যানন্দনপুর ইউনিয়নের মধ্য তনপুর গ্রামের বাবুল খানের ছেলে মাদক বিক্রি ও মেয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকায় একাধিকবার একই বংশের আব্দুর রহিম খান নিষেধ করায় ৪ ই অক্টোবর সকাল ৮:৩০ মিনিটে জোর করব তুলে নিয়ে আত্মার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। আহত সূত্রে জানায় সকালে মিজ জমিতে সুপারি গাছ লাগাতে গেলে বাবুল খান স্ত্রী রোজিনা মেয়ে আরজু, লামিয়া, ইশা গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে আব্দুর রহিম খানকে জোর পূর্বক বাবুল খানের বসতঘরে নিয়ে এলোপাতাড়ি মারধর করে একপর্যায়ে দুচোখ উপরে ফেল চেষ্টা করে। শেষে মাথা ও হাতে রক্তাক্ত যখন করে। আব্দুর রহিম খানের চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে। প্রথমে মুলাদি স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করে অবস্থা গুরুতর হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সার্জারি বিভাগে ভর্তি চতুর্থ তলায় ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে বলে জানা গেছে। আহতর ছেলে ইকবাল হোসেন জানায় বাবুল খানের মেয়ে আসামি অসামাজিক কাজে লিপ্ত ছেলে ইয়াবা বিক্রি করে বাধা দিলে আমার পিতাকে হত্যার উদ্দেশ্য এমন ঘটনা করে।এ বিষয়ে কাজিরহাট থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানায় অভিযোগ পেলেই তদন্তপূর্বক আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।