জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক আয়োজিত জাতীয় কন্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮ অক্টোবর সকালে উপজেলার চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের শেষ হয় এবং উপজেলার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, যুবউন্নয়ন কর্মকর্তা সালমা জামান,নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খানম,সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু প্রমুখ। এসময় বক্তরা বলেন নারীরাা বর্তমান আমাদের সমাজে অভিসাপ নয় বরং আর্শিবাদ।কন্যারা আমাদের সমাজে পুরুষের পাশাপাশি চ্যালেঞ্জিং পেশায় নিয়োজিত। সুতারাং আমরা কন্যাদের প্রতি যত্নবান হয়ে তাদেরকে সমাজ ও রাষ্ট্রের একজন সুনাগরিক ও ভালো মানুষ হিসাবে গড়ে তোলার দৃড় প্রত্যায় গ্রহণ করে রাষ্ট্র গঠনের করি।