মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে ৩ যুগ পার হলেও নির্মাণ হয়নি একটি সেতু। ভোগান্তিতে রয়েছে ৫ গ্রামের ২০ হাজার মানুষ।
মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোড়খালি ইউনিয়নের চরগোলাবাড়ি এলাকায় সেতু না থাকায় জোড়খালী,খিলকাটি,হাটমাগুড়া,জামদহ ও ফুলজোড় এলাকার প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা ইউনিয়ন পরিষদ টু খিলকাটি সড়ক।
স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে ভুগছেন। খালের ওপর কোনো সাঁকো বা পারাপারের ব্যবস্থা না থাকায় শত শত মানুষের চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। বেশি পানি হলে খেয়া পার হওয়া যায় কিন্তু পানি কম থাকলে দুর্ভোগ চরমে।
শিক্ষার্থী আল আমিন সহ কয়েকজন জানান খাল পার হতে না পারায় স্কুল–কলেজগামী শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে যেতে পারছি না। কৃষকরা জমির ফসল বাজারে নিতে পারছেন না, এমনকি অসুস্থ রোগীদেরও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না।
সহকারী শিক্ষক সাইফুল ইসলাম জানান এখানে একটা ব্রিজের জন্য কয়েক এলাকা বাসির দীর্ঘদিনের প্রানের দাবি । আমার জন্মের পর থেকে শুনতে পাই একটা ব্রিজ এখানে হবে হবে বলে এখনো হয়নি।
স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান আনিছ জানান এখানে ব্রিজ না হওয়ায় কয়েক অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি। পানি থাকলে বিকল্প হিসেবে নৌকা দিয়ে পারাপার হতে হয়, কাঁদা থাকলে নৌকা ও যানবাহন কিছুই চলে না। সরকারের কাছে আবেদন জনস্বার্থে ব্রিজ টি জরুরী প্রয়োজন ।
জোড়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজা মিয়া জানান, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে চর গোলাবাড়ি এলাকায়। একটি ব্রীজ না থাকায় কয়েক অঞ্চলের যাতায়াতের প্রধান সড়কে শিক্ষার্থী সহ নাগরিকরা দীর্ঘদিন যাবৎ ভোগান্তি পোহাচ্ছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর বিষয়টি অবগত আছে। জনদূর্ভোগ লাঘবে ব্রীজটি দ্রুত হলে শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে গতি আসবে এবং মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।
মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান জোড়খালী ইউপি অফিস জেসি ভাইয়া খিলকাটি রোডে সিআইবি ৩শ মিটার ব্রিজের প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে সয়েল টেস্টের লোকজন আমাদের সাথে যোগাযোগ করেছেন। সয়েল টেস্ট হয়ে গেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।