মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের মাঝে অনুদান ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে। ২০ অক্টোবর সোমবার সকাল ১১টায় দীঘিনালা সেনা জোন সদরস্থ হলরুমে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি।
এ সময় দুইজন নারীকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন দেওয়া হয়। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পানির ট্যাংক, একটি মাদ্রাসাকে বৈদ্যুতিক ফ্যান এবং গৃহনির্মাণে সহায়তার জন্য ১৭ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়া অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক বলেন, “সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা নিশ্চিত করে না, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণেও কাজ করে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই আমাদের অঙ্গীকার।
উপকারভোগীরা সেনাবাহিনীর উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা মনে করেন, এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে সেনা ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সম্প্রীতি বাড়াবে।