মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা গ্রামে অবৈধ অস্ত্র ও মাদক অভিযানে নিরীহ পরিবারের উপর ষড়যন্ত্রমুলক হয়রানীর প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে পরিবারের সদস্য ও স্থানীয়রা।
বুধবার (২৯ অক্টোবর) দুপরের পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আটোয়ারী উপজেলার সোনাপাতিলা গ্রামের স্থানীয় ও পরিবারের সদস্যরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে।
এসময় বক্তব্য রাখেন, আব্দুল কুদ্দুসের স্ত্রী সুমি বেগম, শারমিন, আব্দুল করিম, সামসুজ্জামান, হামিদুল সহ এলাকাবাসীরা।
বক্তারা জানান, গত ২৭ অক্টোবর দুপরে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আকস্মিকভাবে সোনাপাতিলা গ্রামে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ওই গ্রামেন আব্দুল কুদ্দুস এর বাড়ীর বাউন্ডারির বাহিরে খড়ি ঘরের মেঝের মাটি ঘুড়িয়ে একটি দেশীয় তৈরী পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যাহা সম্পুন্ন ষড়যন্ত্রমুলক হইতেছে।
তারা বলেন, আব্দুল কুদ্দুস এর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলার বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবী জানান। এবং ষড়যন্ত্রকারী ধামোর ইউনিয়নের ইউপি সদস্য সামসুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।
পরে স্থানীয়রা বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আব্দুল কুদ্দুসের ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়ে পঞ্চগড় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

