ঢাকাThursday , 30 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোকড়া থেকে মাদনা পর্যন্ত সড়কের বেহাল দশাঃ দ্রুত সংস্কারের দাবী বুল্লা ইউনিয়নের ভাটি অঞ্চলের ১৯ গ্রামবাসীর।

দেশ চ্যানেল
October 30, 2025 3:33 pm
Link Copied!

লাখাই উপজেলা প্রতিনিধি

হবিগঞ্জ জেলার লোকড়া থেকে লাখাই উপজেলার মাদনা বাজার পর্যন্ত সড়ক টি বেহাল দশায় পরিনত হয়েছে। লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের ভাটি অঞ্চলের ১৯ টি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করছে এই সড়ক দিয়ে।কিন্তু জনসাধারণ ও যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। গুরুত্বপূর্ণ এ সড়ক টি যেন এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।

চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ছাত্র ছাত্রী, অসুস্থ রোগী সহ প্রতিনিয়ত যাতায়াত কারী হাজার হাজার জনসাধারণ।

সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অসুস্থ রোগী ও বৃদ্ধ মানুষ। যেন দেখার কেউ নেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া থেকে লাখাই উপজেলার গোয়াকারা,ভরপূর্ণী, বলাকান্দি,ভবানীপুর, বেগুনাই হইয়া মাদনা বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের বেহাল দশা।৬কিলোমিটার সড়কে শত শত গর্ত, যা এক ফুট থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্হানে হাঁটু পরিমান পানি জমে থাকে।যার ফলে যান চলাচলে বিঘ্নিত ঘটে।

ভুক্তভোগী কয়েকজনের সাথে আলাপ কালে উনারা বলেন যান চলাচল ত দূরের কথা এই সড়ক দিয়ে হেঁটে যাওয়ায় কষ্টসাধ্য হয়ে পড়েছে,এই সড়ক দিয়ে বুল্লা ইউনিয়নের ভাটি অঞ্চলের ১৯ টি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে।১৯ টি গ্রামের হাজার হাজার মানুষ ছাড়াও এই সড়ক দিয়ে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার হাজার হাজার মানুষ হবিগঞ্জ জেলা সদরে যাতায়াত করে, অসুস্থ হলে জরুরি ভিত্তিতে নিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। সড়কের কার্পেটিং উঠে গর্ত হওয়ার কারণে জনসাধারণের পায়ে হেঁটে ও যান চলাচলে সম্পুর্ন ভাবে অনুপযোগী হয়ে পড়েছে এবং হাজার হাজার জনসাধারণ হবিগঞ্জ জেলা সদর থেকে পণ্য বহন সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করে অতি গুরুত্বপূর্ণ সড়ক টি দ্রুত সংস্কারের দাবী জানান লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ভাটি অঞ্চলের ১৯ টি গ্রামের ভুক্তভোগী হাজার হাজার জনসাধারণ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST