মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁঃ
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১২নভেম্বর বুধবার সকালে রাজাপুর দরগাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে বক্তারা বলেন, পানি সম্পদ রক্ষা ও কঠিন বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব। এজন্য স্কুলের শিক্ষার্থীসহ সবাইকে সচেতন হতে হবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ আঃ জলিল । অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রাজাপুর দরগাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব আলম। এতে শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীসহ, ইএসডিও’র কর্মীরা অংশ নেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পরিত্যক্ত প্লাস্টিক থেকে পণ্য তৈরির প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

