রাসেল কবির// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আজ রোববার (১৭ নভেম্বর) ভোরে টয়লেট থেকে এক পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সাদেকপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে সাদেকপুর গ্রামের বাসিন্দা মতিন হাওলাদার রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের একটি টয়লেট থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি এগিয়ে গিয়ে দেখেন, বাথরুমের ভেতরে একটি নবজাতক জীবিত অবস্থায় পড়ে আছে।
তাৎক্ষণিকভাবে তিনি শিশুটিকে উদ্ধার করে নিজের হেফাজতে নেন এবং বিষয়টি স্থানীয়দের জানান। নবজাতককে পরিত্যাগের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নবজাতকের পরিচয় বা কে বা কারা তাকে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে বলে সূত্র জানায়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা চলছে এবং নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

