ঢাকাSaturday , 22 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে জাবাল-ই-নূর দাখিল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে সূধী সমাবেশ অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
November 22, 2025 9:25 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ.

মানিকগঞ্জে জাবাল-ই-নূর দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সূধী সমাবেশ।

শনিবার (২২ নভেম্বর) সকাল থেকেই পৌর এলাকার পশ্চিম দাশড়া কবরস্থান ও জাতীয় মহিলা সংস্থা সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ফুল, আলোকসজ্জা আর শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে এলাকা পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ সাইফুল ইসলাম রফিক। সঞ্চালনায় ছিলেন সহ-সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হোসাইন উদ্দীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস ও বিটিভির ভাষ্যকার মুহাদ্দিস রফিক উদ্দিন আফসারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল মোন্নাফ খান এবং জাবাল-ই-নূর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ইসলামী নীতিমালা অনুসারে আধুনিক ও মানসম্মত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশ শেষে মাদ্রাসার উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST