মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ.
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় মানিকগঞ্জ জেলা বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের আলেম-ওলামা ও তাওহিদী জনতার ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন—বাউলদের ইসলামবিরোধী কর্মকাণ্ড ক্রমশ বেড়ে চলেছে। তারা আবুল সরকারের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশজুড়ে বাউলদের ধর্মীয় অনুভূতিবিরোধী সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে এসে শেষ হয়।
উল্লেখ্য, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া মামলায় বাউল শিল্পী আবুল সরকার বর্তমানে কারাগারে রয়েছেন।

