জিয়াউল হক,দূর্গাপুর উপজেলা প্রতিনিধি, নেএকোনা।
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাহাদত হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৭ নভেম্বর রোজ (বৃহস্পতিবার)রফিকুল ইসলাম রুবেল নামে একজন ভুক্তভোগী নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগপত্রে তিনি জানান, ১৫ জুলাই ২০২৫ তারিখে সরকারি সাবমার্সিবল টিউবওয়েল বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত কর্মকর্তা তাঁর কাছ থেকে ১৬ হাজার টাকা এবং তাঁর দুই সহযোগী মাসুদুর রহমান ও রনির কাছ থেকে পৃথকভাবে ১৫ হাজার টাকা করে মোট ৪৬ হাজার টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পরও টিউবওয়েল না দিয়ে দীর্ঘদিন ধরে তালবাহানা করছেন বলে অভিযোগকারীদের দাবী।
রফিকুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, কর্মকর্তা বিশ্বাস অর্জন করে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তিনি।
এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী সাহাদাত হোসেন বলেন,আমার নামে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যে অভিযোগ করেছে তাকে আমি ভালো করে চিনিও না।

