তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।
ভোলা তজুমদ্দিন উপজেলায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও স্বামীর উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ৫ই ডিসেম্বর শুক্রবার চাঁদপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের হকরোডে খলিলুর রহমান মুন্সি বাড়ির পাশে মাতাব্বর বাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনায় শিকার রুপা (২২)বেগম জানান,তিনি গতকাল বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার সময় তার প্রতিবেশী খবির মাঝির ছেলে হোসেন মাঝি (৩৫) তাকে দেখে বিভিন্ন অশ্লীলন ভাষায় কথা বলেন সেই সময় তার স্বামী রাব্বি (২৮) প্রতিবাদ করলে তার উপর হামলা করেন,পাশে থাকা তার বাবা বাবুল মিয়া (৫০) বাধা দিতে আসলে হোসেন মাঝি তার হাতে থাকা হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন এতে তার বাবার চোখে,মাথায়,হাতে গুরুতর জখম হন। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।বর্তমানে তিনি তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত হোসেন মাঝির বিরুদ্ধে এলাকায় অনেক মহিলাদের সাথে অশ্লীল ও দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে।
এই বিষয়ে হোসেন মাঝির সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান জানান এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

