রাসেল কবির// সংবাদ প্রকাশের পর অবশেষে ব্রিজের সংস্কারের কাজ চারের তৃতীয়াংশ হয়েছে বলে দেখা গেছে। জানা গেছে বরিশালের কাজিরহাট থানা লতা ইউনিয়নের কাজিরহাট বাজারের পশ্চিম প্রান্তে একতা ডিগ্রী কলেজ সমুক্ষে দীর্ঘ বছর পর্যন্ত এই ব্রিজ দিয়ে জনসাধারণ আসা-যাওয়া দুর্ঘটনার স্বীকার হয়ে দাঁড়িয়েছে। ঢালাই ব্রিজ এক প্রান্তে দেবে গেছে মাঝখানে ফুটো এবং হেলে গেছে। দুর্ঘটনার শিকার হয়েছে শত শত জনসাধারণ। বিষয়টি দীর্ঘ বছর পর উদ্বোধন কর্তৃপক্ষ নজরে আসছে। ব্রিজ ২ গ্রাম বাসি ও একতার ডিগ্রী কলেজ সহ বিভিন্ন স্থানের লোকজন পারাপার সহজ মাধ্যম। এই ব্রিজ সংস্কার হচ্ছে দীর্ঘ ১৫ দিন যাবত। ব্রিজের সম্পূর্ণ কাজ সংস্কার হচ্ছে না। এ বিষয়ে ব্রিজ সংস্কার মো: ইদ্রিস মিয়া জানায়, এই ব্রিজের কাজ আমি করছি। লতা ইউপি পরিষদ ইউপি সদস্য মোঃ কামাল হোসেন হাওলাদার তিনি জানায় দীর্ঘ বছর পর্যন্ত এভাবে পড়ে আছে কেউ উদ্যোগ নেয়নি। আমি প্রায় সময় ইউনিয়ন পরিষদে ব্রিজের ব্যাপারে আলোচনা করিয়াছি সংস্কার করা একান্ত প্রয়োজন। তবে কিছুদিন আগে ব্রিজের সংস্কারের কাজ বাজেট হয়ে আসলে আমি কাজটি এক ঠিকাদারের মাধ্যমে সংস্কার করছি। এই ব্রিজের সম্পূর্ণ কাজ সংস্কারের জন্য পাস হয়নি।

