মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুর থেকে হবিগঞ্জগামী একটি লোকাল বাসে নারী যাত্রীদের জন্য নির্ধারিত আসন ব্যবস্থাপনায় অনিয়ম ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী যাত্রীরা প্রতিবাদ জানালেও বাসের কন্টাক্টর ও হেলপারের বিরুদ্ধে তা উপেক্ষা করার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী নারী যাত্রী মোছাঃ চাঁদ সুলতানা চৌধুরী (শাবানা) জানান, সম্প্রতি তিনি মাধবপুর থেকে হবিগঞ্জগামী একটি লোকাল বাসে (বাস নম্বর: মৌলভীবাজার ১১-০০৪৩) যাত্রাকালে ড্রাইভারের পিছনের সিটে দুইজন নারী যাত্রী বসা অবস্থায় ছিলেন। এ সময় বাসে খালি আসন থাকা সত্ত্বেও বাসের কন্টাক্টর/হেলপার ওই দুই নারী যাত্রীর মাঝখানে একজন পুরুষ যাত্রীকে বসানোর চেষ্টা করেন।
তিনি আরও বলেন, বিষয়টি সামাজিক শালীনতা, নারী যাত্রীদের নিরাপত্তা ও প্রচলিত বিধি-বিধানের পরিপন্থী হওয়ায় তিনি তাৎক্ষণিক প্রতিবাদ জানান। এ সময় বাসে থাকা অন্যান্য নারী যাত্রীরাও প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন। তবে বাসের সংশ্লিষ্ট কর্মচারীরা নারী যাত্রীদের যৌক্তিক আপত্তি উপেক্ষা করে অশোভন আচরণ করেন, যা নারী যাত্রীদের জন্য মানসিক অস্বস্তি, অপমান ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করে।
ভুক্তভোগীর অভিযোগে আরও উল্লেখ করা হয়, নারীদের জন্য নির্ধারিত আসনের সংখ্যা ও সুনির্দিষ্ট অবস্থান—বিশেষ করে ইঞ্জিনের উপর আসন—সংক্রান্ত বিষয়টি অস্পষ্ট ও প্রশ্নবিদ্ধ, যা নারীদের নিরাপদ ও সম্মানজনক যাতায়াতের পরিপন্থী।
এ ঘটনায় ভুক্তভোগী নারী যাত্রী হবিগঞ্জের মাননীয় পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়ম ও হয়রানি পুনরায় না ঘটে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ, বাস ও হেলপারের ছবি এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারের ভিডিও ফুটেজ তদন্তের স্বার্থে প্রয়োজনে উপস্থাপন করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

