ঢাকাWednesday , 24 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার করলো পত্নীতলা ১৪ বিজিবি।

দেশ চ্যানেল
December 24, 2025 2:19 am
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ

প্রায় ১৫ কোটি টাকার বেশী মূল্যের প্রত্নসম্পদ উদ্ধার করলো পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

গতকাল ( ২৩ ডিসেম্বর) মঙ্গলবার আনুমানিক বিকাল সাড়ে ৫ টায় ঘটিকায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৯ এমপি হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নলপুকুর বুড়োল দিঘী নামক এলাকার স্থানীয় লোকজন কর্তৃক দিঘী খনন করার সময় ০১টি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি দেখতে পায়। নিজস্ব সোর্সের মাধ্যমে বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মোঃ তহুরুল ইসলাম এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় মূর্তিটি পুকুর থেকে উদ্ধার করে। মূর্তিটির ওজন আনুমানিক ২৭.৫৮০ কেজি। পরবর্তীতে লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি, অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর দিকনির্দেশনা মোতাবেক অভিজ্ঞ স্বর্ণকার কর্তৃক নাইট্রিক এসিড ও স্বর্ণের পরীক্ষার মাধ্যমে মূর্তিটি অত্যন্ত উচ্চমানের কষ্টি পাথরের মূর্তি বলে প্রতীয়মান হয় এবং জুয়েলারী সমিতির অভিজ্ঞ কর্মকারের ভাষ্যমতে জানা যায় উদ্ধারকৃত দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির মূল্যে প্রায় ১৫ কোটি টাকারও বেশী।

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি,র অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST