মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করতে মহালছড়ি জোন একটি কমিউনিটি ক্লিনিকের আয়োজন করে।
২৪ ডিসেম্বর বুধবার দুপুরে মহালছড়ির পনখিমুড়া এলাকায় চিকিৎসা সেবা প্রদান করেন ক্যাপ্টেন মো:বোরহান উদ্দিন এএমসি (আরএমও মহালছড়ি জোন)। এসময় শিশু ০৪জন, মহিলা ১২জন, পুরুষ ০৭জন, মোট ২৩ জন উপজাতীয় ব্যক্তিকে মহালছড়ি জোনের মেডিকেল টিম থেকে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা প্রদান করা হয়।
এলাকাবাসী ও সাধারণ উপজাতি লোকজন সেনাবাহিনী সম্পর্কে পজিটিভ চিন্তা ধারণ করেন। প্রতিমাসে এমন কমিউনিটি ক্লিনিক আয়োজন করে, স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করার আশা ব্যক্ত করেন।
মহলছড়ি জোন সফলভাবে প্রোগ্রামটি আয়োজন করে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করে।

