ঢাকাSunday , 28 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বিভিন্ন হাট বাজারের ফুটপাত ব্যবসায়ীদের দখলে,চলাচলে জন ভোগান্তি।

দেশ চ্যানেল
December 28, 2025 3:36 pm
Link Copied!

লাখাই উপজেলা প্রতিনিধি

লাখাই উপজেলার বিভিন্ন হাট বাজারের রাস্তার ফুটপাত ব্যবসায়ীদের দখলে। ফলে জন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

সরেজমিনে ঘুরে দেখা যায় যে,উপজেলার বুল্লা বাজারের সড়ক বাজার, ভিতর বাজার, কালাউক বাজার ও বামৈ বড় বাজারে আঞ্চলিক মহাসড়কের ফুটপাত বিভিন্ন ব্যবসায়ীদের দখলে থাকায় যানচলাচল ও জন চলাচলে মারাত্মক বিঘ্নিত হচ্ছে। এই নিয়ে বিভিন্ন সময় যানবাহনের চালক ও পথচারীদের মাঝে বাকবিতন্ডায় লিপ্ত হতে দেখা যায়। ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে পড়েছে ফুটপাত দখলে। এই ফুটপাত ব্যবসায়ীদের দখল থাকায় হরহামেশা যানজট লেগেই থাকে। এতে করে বিভিন্ন সময় হাট বাজার গুলোতে ছোট বড় দূর্ঘটনা ঘটছে। এ সব ফুটপাত দখলের কারণে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিভিন্ন সময় বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে।

উপজেলার সুশীল সমাজের লোকজনের দাবী এই মহুর্তে যানজট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। দুই এক দিনের মধ্যে একজন অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য একজন সহকারী কমিশনার ভুমি অফিসার আসবেন তিনি আসলেই উপজেলার  ফুটপাত দখল উচ্ছেদ অভিযানের মাধ্যমে ফুটপাত দখল মুক্ত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST