মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
মানবতার সেবায় সব সময় এগিয়ে মাদারগঞ্জের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।
সপ্তাহব্যাপী’র ধারাবাহিকতায় সোমবার বেলা ১১ টায় উপজেলার বীরপাকেরদহ দারুল উলুম কাওমি মাদ্রাসা মাঠে বীরপাকেরদহ ও মির্জাপুর এলাকার প্রায় দেড় শতাধিক সহ মাদারগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার মধ্যে ১২শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
ঘুঘুমারী আলহাজ্ব হামিদা নজরুল বিদ্যা নিকেতন মাঠ থেকে ১ ও ২ নং ইউনিয়নের, প্রবাসী কল্যাণ অফিস থেকে ৩,৪,৭, নং ইউনিয়ন ও পৌর এলাকা এবং কয়ড়া বাজার থেকে ৫ ও ৬ নং ইউনিয়নের শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর উপদেষ্টা সদস্য ইফতেখার চৌধুরী লেমন।
সভাপতিত্ব করেন বীরপাকেরদহ দারুল উলুম কাওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহআলী মন্ডল (ঘেরু)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর উপদেষ্টা সদস্য শাহ জাহান সিরাজ, রকিবুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমডি মামুন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় অত্র সংগঠনের উন্নয়ন বিষয়ক সম্পাদক সিঙ্গাপুর প্রবাসী রায়হান রনি। সার্বিক তত্বাবধানে, আতিকুর রহমান, রবিউল ইসলাম, এমডি মামুন, আল আমিন, আতিক,মাসুদ, করিমুজ্জামান মহন,আইয়ুব আলী, তাপস,লিটন, সিরাজুল ইসলাম খাঁজা সহ অনেকে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করা হয়।এ সময় মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর উপদেষ্টা সদস্য আমানুল্লাহ মেম্বার ও এমডি শিমুল, সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম রবিন এর বাবা মান্নাতুল ইসলাম মানু মন্ডল, সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সেবামুলক কাজে আগামী দিনে আরো যেন এগিয়ে আসতে পারেন এ লক্ষ্যে সকল প্রবাসীদের জন্য দোয়া কামনা করেছেন সভাপতি/সাধারণ সম্পাদক সহ সংগঠনের সদস্যবৃন্দ।
বগুড়া-৫ ( শেরপুর-ধুনট) আসনে মনোনয়ন জমা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান। সোমবার(২৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইবনে মাসুদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমানের নিকট মনোননয়ন জমা দেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম,ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম, শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ মুস্তাফিধ নাসিম। এর আগে তিনি শেরপুর বাসস্ট্যান্ডে অবস্থিত পৌর জামায়াত কার্যালয় থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শেরপুর- ধুনটের জনগণ দাঁড়িপাল্লার পক্ষে তাকে মনোনীত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

