জেলা প্রতিনিধি:নড়াইল
নড়াইলের লোহাগড়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্তার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ৯ নং মল্লিকপুর ইউনিয়ননের ১,২,৩ ওয়ার্ড সর্বস্তরের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় লোহাগড়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. ইমদাদুল হক মল্লিকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. বিপুল হোসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, মল্লিকপুর ইউনিয়নের সাথে আমার নাড়ির সম্পর্ক। এই এলাকার প্রধান সমস্যা নদী ভাঙ্গন। আমি নির্বাচিত হলে নদী ভাঙ্গনের স্হায়ী সমাধান করবো। শিক্ষা, স্বাস্থ্য সেবার জন্য যা যা দরকার, তা সমাধানের জন্য চেষ্টা করবো। নড়াইলে একটি ভিবিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করবো।
আলোচনা সভা শেষে হাফেজ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ বিপুল সংখ্যক নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

