আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রশাসনের উদ্যেগে ৩নং বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গুচ্ছগ্রামের অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৩ জানুয়ারি ( মঙ্গলবার ) ২০২৬ বিকাল সাড়ে ৩টার দিকে টাপুর চর গুচ্ছগ্রামে গিয়ে অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
অর্থায়নে উপজেলা প্রশাসন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আলাউদ্দিন মহোদয়, এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতের তীব্রতায় মানবতার পাশে দাঁড়াই! আমরা সবার পাশে, বর্তমান শীত মৌসুমে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন শীতপ্রধান অঞ্চলের জন্য উষ্ণতার ছোঁয়া অত্যন্ত প্রয়োজন। অনেকেই শীতবস্ত্রের অভাবে কঠিন সময় পার করছেন। এই কঠিন শীতের হাত থেকে অসহায় সীতার্ত মানুষের জীবন রক্ষার্থে হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল দেওয়া হয়। কম্বল পেয়ে অসহায় মানুষেরা বলেন, প্রশাসনের মহা উদ্যোগে আমরা অনেক খুশি ও আনন্দিত। কম্বল পেয়েছি শীতে আমাদের কষ্ট কম হবে। এবারই প্রথম আমরা সরকারি ভাবে কম্বল সহায়তা পেলাম। তারা আরো বলেন, প্রতি বছর সরকারি ভাবে কম্বল দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন এটাই আল্লাহর কাছে দোয়া করি।

