বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ
নওগাঁর পত্নীতলায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা খান (জোহা)। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় পত্নীতলা উপজেলার দলীয় কার্যালয় সরদার পাড়া মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শামসুজ্জোহা খান এলাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, “নওগাঁ-২ আসনের জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করাই আমার মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও সমস্যাগুলো তুলে ধরার জন্য আমি সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই।”
৪৭ নওগাঁ-২ আসনের সাবেক এই সংসদ সদস্যের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ মোকসেদুল ইসলাম (সিরি), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আবদুল্লাহ আল ফারুকসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় পত্নীতলা ও ধামইরহাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলে তিনি ধৈর্য সহকারে তা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। সবশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

