ঢাকাMonday , 19 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে গভীর রাতে বসত করে দুর্বৃত্তদের হানা। হাতিয়ে নিল নগদ টাকা সহ স্বর্ণ অলংকার।

দেশ চ্যানেল
January 19, 2026 3:38 pm
Link Copied!

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ পৌরএলাকার দুর্গাপুরে গভীর রাতে বসত ঘরে দুর্বৃত্তরা হানা দিয়ে হাতিয়ে নিলো কয়েক লাখ টাকার মালামাল। সোমবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়,পৌরএলাকার ৪নং দুর্গাপুর ওয়ার্ডের বাসিন্দা জাকির ডাক্তারের বসত ঘরে কয়েক দুর্বৃত্ত হানা দিয়ে গৃহকর্ত্রী ও তার বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও ৩টি মোবাইল সেট নিয়ে যায় বলে সংবাদ মাধ্যমকে জানান,গৃহকর্ত্রী রেহানা বেগম। তিনি আরো জানান, গভীর রাতে ঘরের পেছনের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করেন তিন দূর্বৃত্ত। তার স্বামী জাকির হোসেন ডাক্তার ঢাকাতে থাকেন। বাড়িতে তিনি একাই থাকেন। মাঝে মধ্যে তার মা ও মেয়ে এসে থাকেন তার সাথে। রবিবার তার ছোট বোন ফাতেমা বেগম বেড়াতে আসেন। তারা দুজন রাতের খাবার খেয়ে দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩ টার দিকে ঘরের ভিতরের দরজা ভাঙার শব্দ শুনে তারা জেগে ওঠেন। তখন তারা ঘরের মধ্যে দা হাতে ৩ ব্যক্তিকে দেখতে পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা তাদের গলায় অস্ত্র ঠেকিয়ে পেছন থেকে তাদের হাত বেঁধে ফেলেন। তারা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরার চাবি নিয়ে ঘরের সকল ড্রয়ার খুলে তল্লাশি করে ঘরে রাখা নগদ ৮০;হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও ৩টি মোবাইল নিয়ে যায়। প্রায় ৩০ মিনিট দুর্বৃত্তরা তান্ডব চালানোর পর সামনের দরজা খুলে দ্রুত পালিয়ে যায়। এরপর হাত বাঁধা অবস্থায় রাত ৪ টার দিকে সামনের বাড়ির শহীদ হাওলাদারকে ডেকে তুলেন গৃহকর্ত্রী রেহানা বেগম। তিনি এসে তার এবং তার বোনের হাতের বাধঁন খুলে দেন বলে সংবাদ মাধ্যমকে জানান শহীদ হাওলাদার। খবর শুনে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, মেহেন্দিগঞ্জ থানার ইনস্পেক্টর (তদন্ত) মতিউর রহমানসহ পুলিশের একটি দল। এ ব্যাপারে জানতে চাই মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) মতিউর রহমান জানান, ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে বিষয়টি। উল্লেখ্য, ঘটনাস্থ থেকে কয়েকশ গজ দুরেই পরিত্যক্ত একটি ডেরা ঘর আছে। যেখানে এলাকার মাদকসেবী একটি চক্র রাত গভীর পর্যন্ত আড্ডা দেয়। এলাকাবাসীর ধারনা এদেরকে পাকড়াও করতে পারলেই ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের সনাক্ত করা সহজ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST