স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ ফাঁড়ীর এসআই মোঃ আনছার আলী সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটি করতে গেলে (২৩ জানুয়ারী) রাত সাড়ে ৩ টার সময় একই উপজেলার কাশিপুর গ্রামে মোকামতলা থেকে জয়পুরহাট গামী পাকা রাস্তায় সন্দেহজনক ভাবে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে, পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ করলে ট্রাক থেকে ৬-৭ জন লোক দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পুলিশ ।
ট্রাকের পিছনে দুইজন লোককে হাত, পা, বাঁধা অবস্থায় উদ্ধার করেন। ভিকটিমদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তারা একজন ড্রাইভার ও অপরজন হেলপার। তারা দিনাজপুর জেলা থেকে ধানের গাড়ি লোড করে নওগাঁর দিকে যাওয়ার পথে রাত আনুমানিক ১ টার সময় নওগাঁ জেলার বদলগাছি থানার কীর্তিপুর নামক জায়গায় পৌছিলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ৭-৮ জন ডাকাত তাদের গাড়িকে ব্যারিকেট দিয়ে ট্রাক ছিনতাই করে ও তাকে ড্রাইভার ও হেলপারকে হাত-পা বেঁধে এই ট্রাকে বেঁধে রাখে। আটক ট্রাকের রেজিস্ট্রেশন নাম্বার বগুড়া-ড-১১-১৯৮১ ছিনতাইকৃত ট্রাকের রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ট-১৬-০১৩৮।
ডাকাত সন্দেহ আটক ব্যক্তির নাম মোঃ আরিফুল ইসলাম (৩০) পিতা রফিকুল ইসলাম, সাং শিবপুর,থানা-গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

