মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড়ে পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোঃ নওশাদ জমিরের ব্যানার ছিঁড়ে নামিয়ে ফেলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় জেলা বিএনপি। প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে ক্ষোভ জানান।
শুক্রবার রাত প্রায় ১১টার দিকে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা, উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। রাতের শহরে এ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শহরের বিভিন্ন স্থানে বড় আকারের রঙিন ব্যানার ও ফেস্টুন টানিয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম। অথচ প্রশাসনের কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। বিপরীতে ধানের শীষ প্রতীকের ছোট ছোট ব্যানারগুলো টার্গেট করে অপসারণ করা হচ্ছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, “নির্বাচনের আগে প্রশাসনকে ব্যবহার করে বিরোধী প্রার্থীর প্রচারণা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। এটি শুধু অন্যায় নয়, বরং গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।” তারা প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অপসারিত ব্যানার পুনঃস্থাপনের সুযোগ দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এসি ল্যান্ড মোহন মিনজি দৈনিক বিকাল বার্তা কে জানান, জেলা রিটার্নিং অফিসারের নির্দেশনায় শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে অনুমতিহীন ও নিষিদ্ধ ব্যানার-ফেস্টুন অপসারণে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, “নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে নিয়মিত অভিযান চলছে, কোনো নির্দিষ্ট পক্ষকে লক্ষ্য করে নয়।”
তবে বিএনপি নেতারা প্রশাসনের এ বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তারা বিষয়টি উচ্চপর্যায়ে তুলে ধরার ঘোষণা দেন।
পঞ্চগড়ের রাজনৈতিক অঙ্গনে ঘটনাটি নতুন করে উত্তাপ ছড়িয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এ ধরনের অভিযোগ-প্রতিঅভিযোগ পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।

