আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনার বেড়া থানা এলাকায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ জানুয়ারি) বেড়া মডেল থানা এলাকায় পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে এই মহড়া পরিচালিত হয়।
পাবনা জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ সাহেবের সরাসরি দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া-সাঁথিয়া সার্কেল) মো. লাবীব আব্দুল্লাহ এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসন্ন নির্বাচনে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপতৎপরতা ও প্রতিবন্ধকতা রুখতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

