মুন্না ইসলাম দূর্গাপুর উপজেলা প্রতিনিধি (রাজশাহী) :
বাংলাদেশর রাজশাহী জলায় বৃষ্টির দেখা নেই বললেই চলে। আবওয়া অফিস থেকে জানা গেছে জেলার উপর দিয়ে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে । বাড়ছে গরম জনিত রোগি । হাসপাতাল গুলা শিশু ও বয়স্কদের জন্ডিস ডারিয়া সহ রোগীর সংখ্যা বাড়ছে। আর গরমে একটু সুস্থ থাকতে বাড়ছে নানা প্রকার শরবত জাতীয় পণ্যের বিক্রি। উপজেলার মহিপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে শরবত বিক্রেতা আমিনুল ইসলাম জানান গরম বেশি থাকায় বেড়েছে আমার বিক্রি। বিক্রি ভালো হওয়ায় আমার সংসার ভালই চলছে । এ দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান গরম থেকে সুস্থ থাকতে বেশি বেশি ডাবের পানি ও খাবার স্যালাইন খেতে হবে । রোগ থেকে মুক্তি পেতে রৌদে না যাওয়া ভালো ।।